আরেক রকম ● নবম বর্ষ চতুর্বিংশ সংখ্যা ● ১৬-৩১ ডিসেম্বর, ২০২১ ● ১-১৫ পৌষ, ১৪২৮

ফিরে দেখা

বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী; শুভেচ্ছা বার্তা


১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। পঞ্চাশ বছর আগে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর পাকিস্তানের সেনাবাহিনী লিখিতভাবে পরাজয় স্বীকার করে ভারতীয় সেনাবাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করে। মুক্তিযুদ্ধের জয় হয়। পৃথিবীর মানচিত্রে একটি নতুন স্বাধীন রাষ্ট্র স্থান করে নেয়।

মুক্তিযুদ্ধ চলাকালীন ক্ষয়ক্ষতি সামলে, বিভিন্ন ধরনের প্ৰাকৃতিক ঝড়ঝঞ্জা-তুফান-বন্যার মোকাবিলা করে, নানারকমের বাধাবিপত্তি অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে চলেছে। সবরকমের ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশকে প্রতিনিয়ত সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলতে হচ্ছে। এতকিছু সত্ত্বেও বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বিশ্ববাসীর নজর কেড়েছে।

এবারের বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় একটা কথা না বললেই নয়। এখনও অনেক কাজ বাকি। পঞ্চাশ বছরের অগ্রগতি ও প্রতিবন্ধকতার অভিজ্ঞতা ভিত্তি করে আগামী দিনেও বাংলাদেশ মানব কল্যাণে আরও এগিয়ে যাক।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের, বিশেষতঃ বাংলাভাষী মানুষের সার্বিক ও প্রত্যক্ষ সহযোগিতা অনস্বীকার্য। আশা করা যায় অতীতের মতো ভবিষ্যতেও সেই সৌভ্রাতৃত্ব ও মৈত্রীবন্ধন অটুট রাখার জন্য সকলেই সচেষ্ট থাকবে।


সম্পাদকমন্ডলী, আরেক রকম