আরেক রকম ● নবম বর্ষ পঞ্চদশ সংখ্যা ● ১-১৫ আগস্ট, ২০২১ ● ১৬-৩১ শ্রাবণ, ১৪২৮

প্রবন্ধ

অগ্নিসূক্তম্

রত্না রায়


'কাস্তেটা শান দিয়ো বন্ধু' এই শৈলীতে বলা যেতে পারে - আগুনটা নিভতে দিয়ো না ভাই। পুরাতন প্রস্তর যুগের সবথেকে বড়ো অবদান আগুন, যা মানবসভ্যতাকে যুগ যুগ ধরে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে গেছে। এই আগুন কারো কারো অন্তরে চির বহ্নিমান। শ্রদ্ধেয় রবীন মজুমদার তাঁর কবিতার বই 'Keep the fire burning'-এ এই আগুনেরই জয়গান গেয়েছেন।

'Keep the fire burning' রবীনবাবুর বাংলা কবিতাগুচ্ছের ইংরেজী ভাষায় অনূদিত একটি গ্রন্থ। কবিতাগুলির স্বচ্ছন্দ অনুবাদ করেছেন প্রয়াত অনুবাদক শ্রী প্রদীপ যশ মহাশয়। গ্রন্থটির প্রথম প্রকাশ ২০০৮ সালে। দ্বিতীয় সংষ্করণ প্রকাশিত মার্চ ২০২১ সালে। চমৎকার প্রচ্ছদ এঁকেছেন শ্রী জহর দাশগুপ্ত। একত্রিশটি কবিতা নিয়ে গ্রথিত এই কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছেন দেশের অগণিত বামপন্থী শহীদ বন্ধুদের উদ্দেশে।

কাব্যগ্রন্থের মুখবন্ধে শ্রী মজুমদার ১৯৭৭ সালে বামফ্রন্টের ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গের উন্নয়নের গৌরবময় অধ্যায়ের উল্লেখ করেছেন। এরপর অতিবাম ও অতিদক্ষিণ শক্তির অশুভ আঁতাতের ফলে গোটা রাজ্যে অসংখ্য কমরেডের মৃত্যু তাঁকে পীড়া দিয়েছে। কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ সত্ত্বেও আগামীতে এগিয়ে যাওয়ার আশা রাখেন রবিনবাবু। দ্বিতীয় সংষ্করণের ভূমিকাটি লিখেছেন শ্রী শুভঙ্কর দাশগুপ্ত। সিঙ্গুর ও নন্দীগ্রামের ক্ষেত্রে আদালত বামফ্রন্টের পক্ষে যে রায় দিয়েছেন তার উল্লেখ করেছেন তিনি।

এই গ্রন্থের প্রথম কবিতা 'The walls speak out'। মানবেতিহাসের প্রতিটি যুদ্ধের সাক্ষী এই দেওয়ালেরা, তাদের গায়েই লেখা থাকে মানুষের কান্না, ঘাম, রক্তের দিনলিপি। তাদেরও কান আছে, হৃৎস্পন্দন, হৃদয় আছে। 'keep the fire burning' কবিতাটি পাবক অগ্নিকে আবাহন জানানোর স্তোত্র। যে অগ্নিবলয়ের মধ্যে দাঁড়িয়ে মানুষ তার লোভ লালসা থেকে মুক্ত হয়ে আত্মশুদ্ধির পথে এগিয়ে যায়।

ইলেকশন কমিশনকে উদ্দেশ্য করে লেখা 'Humpty Dumpty E.C.' কিংবা 'Mohammad Bin Commission' দুটি তীব্র শ্লেষাত্মক কবিতা, অথচ কবিতার ভাষা এখানে সোজাসাপটা, কথোপকথনধর্মী। 'Amodini Aunt', 'To defeat Subhash' এই কবিতাগুলিতে কবি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতিনিধির ভূমিকা পালন করেছেন।

'On the border' কবিতাটি অতিবাম মাওবাদী আক্রমণে ঝাড়খণ্ড সীমানায় নিহত গরীব মানুষদের প্রতি নিবেদিত। 'The Tuskers of Dalma' কবিতায় এই নামেই মাওবাদীদের চিহ্নিত করেছেন কবি। বর্তমান তৃণমূল নেত্রী, নকশাল নেতা অসীম চ্যাটার্জী 'The renegade uncle' এঁদের বিদ্ধ করেছেন কবি তাঁর বিভিন্ন কবিতায়।

একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক হলেও যে কোনো মানুষের প্রয়োজনে পাখির মতো ডানা মেলে দাঁড়াতে দ্বিধা করেননি কবি। অশীতিপর এই যুবা ‘আরেক রকম’পত্রিকার একজন নিবেদিত সৈনিক। প্রচারবিমুখ এই মানুষটি বহু কবিতা ও প্রবন্ধ লিখেছেন অন্তরের তাগিদে, প্রকাশের অপেক্ষা না রেখে। তাঁর প্রতিটি উচ্চারণ বিশ্বাস ও অভিজ্ঞতার নির্যাসে নিষিক্ত।

ছোটবেলায় দেখেছি আমাদের পাড়ার মণি চক্রবর্তীকে, আমার মা যাঁকে মণিকাকা বলতেন। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য প্রাণপাত করতেন। কোনো চাকরি ছিলনা। এক কামরার খুপরি ঘরে জীবনাতিবাহিত করে চলে গেলেন। প্রচার, পদ, অর্থ, ক্ষমতার মোহে অন্ধ রাজনৈতিক নেতাদের পাশে এঁদের আত্মত্যাগ যে কতটা শক্তিশালী, সম্মাননীয়, তাঁদের এই জীবনযাপনই তা বলে দেয়।

নিছক দলীয় রাজনীতির ঊর্ধ্বেও শ্রী মজুমদারের বেশ কয়েকটি কবিতা স্বাতন্ত্র্যের দাবি রাখে। গ্রন্থের শিরোনাম কবিতাটি সেই উত্তরণের ইঙ্গিতবাহী। 'The united family' কবিতায় এক নতুন দিনের স্বপ্ন দেখেন কবি, জন লেনন তাঁর Imagination গানটিতে যেমনটা প্রার্থনা করেছিলেন। মানুষের জন্য শ্রী রবিন মজুমদারের অপরিমেয় ভালবাসা, উদ্বেগ, আশা, আকাঙ্ক্ষা এই কবিতাপুস্তকের প্রাণবস্তু।

শেষ কবিতা 'Melody of the street' আমাদের মনে করিয়ে দেয় সলিল চৌধুরীর কিংবদন্তী গান 'পথে এবার নামো সাথী'র কথা। একই সাথে মনে করায় আজকের দিনের ঐশী, মীনাক্ষি,সৃজন, দীপ্সিতা, প্রতীকের মতো আলো ঝলমলে অপাপবিদ্ধ মুখগুলোকে... স্মৃতি রোমন্থন করে উঠে আসে কয়েকটি পংক্তি -

    'তারা কটি যুবা জানেনা যুদ্ধে
জিত কার, হার কার
    দেওয়ালে দেওয়ালে শুধু এঁকে যায়
লাল গোলাপের ইস্তাহার।'

______________________________

Keep the fire burning
রবিন মজুমদার
প্রকাশকঃ প্রসঙ্গ সংস্কৃতি প্রকাশন