আরেক রকম ● দশম বর্ষ অষ্টম সংখ্যা ● ১৬-৩০ এপ্রিল, ২০২২ ● ১-১৫ বৈশাখ, ১৪২৯
চিঠির বাক্সো
সৃজা মণ্ডল
০৫/০৪/২০২২
সম্পাদক সমীপেষু,
আরেক রকম
কলকাতা
'আরেক রকম' দশম বর্ষ সপ্তম সংখ্যায় (১-১৫ এপ্রিল, ২০২২) শ্রদ্ধেয় অধ্যাপক অভিজিত গুহ মহাশয় আমার লেখা ‘ফিরে দেখাঃ শতবর্ষ পেরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ’ প্রবন্ধটি পড়ে তাঁর পাঠ প্রতিক্রিয়া ও মন্তব্য জানিয়েছেন। এই সূত্রে জানাই, প্রবন্ধটির শেষে reference উল্লেখ করা উচিত ছিল, এই ভুল স্বীকার করে নিয়েও বিনীত ভাবে বলি, তথ্যসূত্র উল্লেখ না করলেও, তথ্যগুলো বোধহয় ভুল হয়ে যায় না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের একজন গবেষক (Senior Research Fellow - UGC-NET) হিসাবে আমার দায়বদ্ধতায়, শতবর্ষীয় এই নৃবিজ্ঞান বিভাগের ইতিহাস নথিবদ্ধ করার ছোট্ট প্রয়াসে আমি বিভিন্ন জার্নাল ও গ্রন্থের সাহায্য নিয়েছি।
প্রবন্ধের তৃতীয় প্যারাগ্রাফে আমি লিখেছিলাম, “ ‘কারেন্ট সায়েন্স’ পত্রিকায় ১৯৩৬ সালের অগাস্ট সংখ্যায় ‘অ্যানথ্রোপলজিকাল সার্ভে অফ ইণ্ডিয়া’র প্রথম অধিকর্তা প্রখ্যাত নৃবিজ্ঞানী বিরজা শঙ্কর গুহ লিখেছেন, ‘স্যার আশুতোষের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ববিদ্যা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল”। চিঠিতে শ্রী অভিজিত গুহ লিখেছেন, ‘বিরজা শঙ্কর গুহ উক্ত পত্রিকায় এরকম কোনো প্রবন্ধ লেখেননি’। এই সূত্রে ‘কারেন্ট সায়েন্স’ পত্রিকায় ১৯৩৬ সালের অগাস্ট সংখ্যায় বিরজা শঙ্কর গুহ লিখিত পঞ্চানন মিত্রের ‘Obituary’-র একটি অংশ আমি quote করলাম, ‘Dr. Mitra... was appointed on the staff of the Department of Anthropology which was started by the late Sir Asutosh Mukherji... Dr. Mitra... was mainly responsible for organising the Department in its new rooms in the Science College, Ballygunge’ (Guha, 1936:98), যেটির বাংলা তর্জমা করলে বোধ হয় লেখাই যায় - ‘স্যার আশুতোষের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ববিদ্যা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল।... বালিগঞ্জ বিজ্ঞান কলেজে বড় পরিসরে যখন বিভাগটি তৈরি হয়, পঞ্চানন মিত্র মুখ্য ভূমিকা পালন করেছেন’। লেখাটির তথ্যসূত্র আমি দিলাম। পাঠক চাইলে যাচাই করে নিতে পারেন।
দ্বিতীয়ত, প্রবন্ধের অষ্টম প্যারাগ্রাফে সুবিখ্যাত সমাজতত্ত্ববিদ আন্দ্রে বেতাই-এর স্মৃতিকথার অংশটি তাঁর সুবিখ্যাত memoir, 'Sunlight on the Garden: A Story of Childhood and Youth' (২০১২) থেকে গৃহীত।
আমি জানি অধ্যাপক অভিজিত গুহ নৃবিজ্ঞানের বিদগ্ধ ব্যক্তিত্ব। তবুও আমার সীমিত জ্ঞানের পরিধিতে এই চিঠি লিখলাম।
তথ্যসূত্রঃ
● দ সংখ্যা । ১-১৫ এপ্রিল, ২০২২ । ১৬-৩০ চৈত্র, ১৪২৮।
● Beteille, A. (2012). Sunlight on the Garden: A Story of Childhood and Youth. Penguin Viking.
● Guha, B. S. (1936). Obituary. Dr. Panchanan Mitra. Current Science, 5 (2), 98. (August 1936).
● https://www.jstor.org/stable/24206364
সৃজা মণ্ডল
০৫/০৪/২০২২