আরেক রকম ● দশম বর্ষ সপ্তম সংখ্যা ● ১-১৫ এপ্রিল, ২০২২ ● ১৬-৩০ চৈত্র, ১৪২৮

চিঠির বাক্সো

অভিজিত গুহ

১৫/০৩/২০২২


সম্পাদক সমীপেষু,
আরেক রকম
কলকাতা

আরেক রকম দশম বর্ষ পঞ্চম সংখ্যায় (১-১৫ মার্চ) সৃজা মণ্ডলের প্রবন্ধ "ফিরে দেখাঃ শতবর্ষ পেরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ" রীতিমত হতাশাব্যাঞ্জক। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে লেখা সিরিয়াস প্রবন্ধে কোনো তথ্যসূত্র বা Reference নেই। প্রবন্ধের মধ্যে যা আছে সেগুলিও অসম্পূর্ণ এবং বিভ্রান্তিমূলক। প্রবন্ধের তৃতীয় প্যারাগ্রাফে লেখিকা লিখেছেনঃ ‘‘ ‘কারেন্ট সায়েন্স’ পত্রিকায় ১৯৩৬ সালের অগাস্ট সংখ্যায় ‘অ্যানথ্রোপলজিকাল সার্ভে অফ ইণ্ডিয়া’র প্রথম অধিকর্তা প্রখ্যাত নৃবিজ্ঞানী বিরজা শঙ্কর গুহ লিখেছেন, ‘স্যার আশুতোষের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে নৃতত্ত্ববিদ্যা বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল।’’ লেখিকা বিরজা শঙ্কর গুহের লেখাটির শিরোনাম উল্লেখ করেননি। আর তার চেয়েও মারাত্মক ঘটনা হল বিরজা শঙ্কর গুহ উক্ত পত্রিকায় এরকম কোনো প্রবন্ধ লেখেননি। বিরজা শঙ্কর গুহর সংক্ষিপ্ত জীবনী ও প্রকাশিত প্রবন্ধের যে তালিকা পাওয়া যায় তাতে এরকম কোনো লেখার উল্লেখ নেই। (Ray, 1974; 38-44) (Coon, 1963; 386-387)

এরপর লেখিকা প্রবন্ধের অষ্টম প্যারাগ্রাফে সুবিখ্যাত সমাজতত্ত্ববিদ আন্দ্রে বেতাই-এর স্মৃতিকথা থেকে ইংরেজিতে দীর্ঘ উদ্ধৃতি দিয়েছেন। কিন্তু আন্দ্রে বেতাই-এর এই স্মৃতিকথার তথ্যসূত্রটি কি? এর কোনো উল্লেখ এই প্রবন্ধে নেই। আন্দ্রে বেতাই-এর যে স্মৃতিকথা অত্যন্ত সুপরিচিত তার শিরোনাম ‘Ourselves and Others’-এর কোথাও সৃজা মণ্ডল উদ্ধৃত দীর্ঘ অনুচ্ছেদের সন্ধান মেলে না। (Andre Beteille, 2013; 1-16) কোথা থেকে লেখিকা বেতাই-এর এসব কথা লেখেন?

ভুলে ভরা এরকম একটি প্রবন্ধ লাভের চেয়ে ক্ষতিই বেশি করবে বলে আমার ধারণা।

তথ্যসূত্রঃ
১) Bibliographies of eminent Indian anthropologist (with life sketches), 1974.
Birja Sankar Guha (1894-1961) pp. 38-44. By Shyamal Kumar Ray. Anthropological Survey of India, Calcutta.

২) Birja Sankar Guha, 1894-1961 by Carleton S. Coon, 1963. American Anthropologist, Vol. 65, No. 2, pp. 386-87.

৩) ‘Ourselves and Others’ by Andre Beteille, 2013.
Annual Review of Anthropology, Vol. 42, pp. 1-16.


অভিজিত গুহ
১৫/০৩/২০২২