আরেক রকম ● দশম বর্ষ প্রথম সংখ্যা ● ১-১৫ জানুয়ারি, ২০২২ ● ১৬-২৯ পৌষ, ১৪২৮
সম্পাদকীয়
"...সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত..." আরেক রকম
ছক কেটেছিলেন অশোক মিত্র। সহযোগী হিসেবে এগিয়ে এলেন শঙ্খ ঘোষ। সঙ্গে আরও অনেকে। ফলাফলঃ ভিন্ন ভাবনা, অন্য মত, বিকল্প বিশ্লেষণ, চিন্তা বিনিময়, তথ্য অনুসন্ধান, আলোচনা, পর্যালোচনা ইত্যাদি প্রকাশের পরিপত্র হিসেবে আত্মপ্রকাশ করল আরেক রকম । ততদিনে পশ্চিম বঙ্গে লুটপাটের রাজত্ব শুরু হয়ে গেছে। সময়ঃ পয়লা জানুয়ারি, ২০১৩।
তারপর দেখতে দেখতে এক এক করে নয় বছর পেরিয়ে গেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠাতা সম্পাদক অশোক মিত্র প্রয়াত। কোভিড সংক্রমণে প্রাণ হারিয়েছেন শঙ্খ ঘোষ। আরেক রকম কিন্তু ধারাবাহিকতা হারায়নি। লক্ষ্যচ্যুত হয়নি। প্রতি মাসের ১ এবং ১৬ তারিখে নিয়মিত প্রকাশিত হয়েছে ৫৬ পৃষ্ঠার পত্রিকা।
সংক্রমণ জনিত কারণে সমাজ সভ্যতা অবরোধের অন্তরালে চলে যাওয়ায় প্রথম নিয়মের ব্যতিক্রম ঘটে। ২০২০-র এপ্রিল ও মে মাসের চারটি সংখ্যা এবং জুন ১-১৫, ২০২০ সংখ্যার আরেক রকম প্রকাশ করা সম্ভব হয়নি। ছাপাখানা বন্ধ। গণ পরিবহন রুদ্ধ। বিপণন স্তব্ধ। সেই পরিস্থিতিতে আরেক রকম খুঁজে নেয় বিকল্প ব্যবস্থা। ২০২০-র ১৬ই জুন প্রকাশিত হল আরেক রকম-এর অনলাইন সংস্করণ। এখনও প্রতি মাসে নির্দিষ্ট দিনে প্রকাশিত হয়ে চলেছে আরেক রকম-এর অনলাইন সংস্করণ। পাঠক-গ্রাহক-লেখক সকলের শুভেচ্ছা ও সহযোগিতায় পত্রিকা সমাজ মাধ্যমে জনপ্রিয় হয়েছে। পত্রিকার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয়।
সংক্রমণ কমেনি। ২০২০-র প্রথম তরঙ্গ সামলে ওঠার আগেই আরও ভয়াবহ রূপ নিয়ে এসে গেল ২০২১-এর দ্বিতীয় তরঙ্গ। স্বাস্থ্য পরিষেবার সীমাবদ্ধতার জন্য চিরতরে চলে গেলেন অনেকে। ২০২২-এ তৃতীয় তরঙ্গের আশঙ্কায় প্রহর গুনছেন বিশ্ববাসী।
পরিস্থিতি স্বাভাবিক হলে আরেক রকম আবার মুদ্রিত হয়ে পাঠকের দরবারে উপস্থিত হবে। ততদিন অনলাইনে এগিয়ে চলুক আরেক রকম । দশম বর্ষে পদার্পণের উপলক্ষ্যে আমরা পত্রিকার প্রথম সংখ্যার ছয়টি সম্পাদকীয়কে আরও একবার ফিরে পড়ে নেব।
সমস্ত পাঠক গ্রাহক লেখক শুভাকাঙ্খীকে নতুন বছর ২০২২ এবং আরেক রকম-এর দশম বছরের সূচনা লগ্নের শুভেচ্ছা।
সম্পাদকমন্ডলী, আরেক রকম